রোজ রোজ দেখি সেই একই রঙ্গ
প্রতিদিন চুরি হয় আমাদের স্বপ্নটা ভঙ্গ।
সবুজের ময়দানে তবু করি স্বপ্ন বপন
মুখোশটা খসবে সত্যিটা আসবে দুয়ারে যখন।
এসো এসো উষ্ণতা ছড়াও ধানের শিষে শিষে
বসো বসো উঠান মাঝে আদরের চাদর পরশে।
গাও গাও গাও সবে মিলে আনন্দ পার্বণ হরষে
জীয়নকাঠি লাগবে জোয়ার আয়েশের পায়েসে।
এসো এসো প্রিয় একবার চাও ফিরে
মনে কিছু রেখোনা বলেছি রাগের ঝড়ে
শুকনো পাতার মতন অভিমান গেল উড়ে
দাও দাও হাত বাড়িয়ে নাওনা আবার গড়ে।