একদিন ঠিক খুঁজে নেব
সেই সব পেয়েছির দেশ।
থাকবেনা কোন আফসোস
মনে মনে রাখি এই বিশ্বাস
বন্ধুকে দিলাম একটু আশ্বাস।

তোমার সৃষ্টি তোমার কৃষ্টি
দরকার হলে দিও ঝরিয়ে বৃষ্টি
হোক দুরাচারের মহা অনাসৃষ্টি
তবু দেখো সরবেনা এই দৃষ্টি
ভালবেসে যাব তুমি যে ভীষণ মিষ্টি।

মায়েরা খোকার ভালই চায়
মা বলতো অন্ধকারে আলো হ'বি
কেউ বলুক আর নাই বলুক
দেখবি কত মানুষ তোর মুখ চেয়ে,
আমার অহংকার হয়ে দাঁড়াবি।