কতদিন আর নিয়ম নীতিরা করবে পদলেহন
জনতার দ্রোহ তেজে তারা হবেই মুহ্যমান।
যারা প্রতিদিন দানব জাগিয়ে করছে ভয়ের শাসন
সেতো নয় ভগবান সে যে জনতার শয়তান।
শাসক যখন দিনে দিনে হয় অহংকারী বলবান
তখনি তাকে নামিয়ে আনো ভেঙে করো খানখান।
অন্যায় করে এই জগতে কোনদিন কেউ পায়নি ছাড়
শাস্তি থাকে পেতেই হবে দুনিয়ার রাজা ভীষণ উদার।
আলো আসুক আরো আরো উজল আলোর দিন
সরিয়ে আঁধার ফুটাবো আলো শুনব পাখীর গান।
কেন বার বার সবার স্বপন ভেঙে করে খানখান
তাই জেগেছে জনতা খুঁজে নিতে সঠিক সমাধান।