আশা নিরাশার ছকে জীবন যেমন আঁকে
মরা নদীর বাঁকে হাতছানি দিয়ে ডাকে ।
নুড়ি বিছানো পথ ঘাট
জমা জলে পচবে পাট
পায়ে পায়ে গেছো কদ্দুর
রাত্রি মুছে এনো রোদ্দুর।
মৌসুমি বায়ু তোমার ঘরে আমার ঘরেতে বৃষ্টি পড়ে
জোর জুলুমে স্বপ্ন কাড়ো শেওলা সবুজ অভাব আরো।
একলা নয় সকলে পথ হাঁটি
জীবন জুড়ে রচি মৃত্যুর ঘাঁটি
সোনামুখী সুচে ভরবেনা সুতো
বৃত্তে বাড়ছে জনতার গুঁতো।
যে ফুল ঝরেছে রাত্রিবেলা খেলেছে যারা রোজের খেলা
গভীর জলের মাছ কারা উঠবেই জালে ফুরালে বেলা।
সামাল সামাল উঠছে ঝড়
বাঁচবে কি করে তাসের ঘর
টানলে চুল বিবির গোলাম
আসবেই মাথা খবর পেলাম।