অভূতপূর্ব শব্দেরা ছুটছে
মহাজাগতিক দুর্বার আকর্ষণে
জ্যা মুক্ত হয়ে নিজেদের ক্রমশ
শক্তিশালী করেছে অমরত্ব খুঁজে নিতে।
আলোড়ন পরেই কি বিস্ফোরণ
অতর্কিতে ঝলসায় চোখ হৃদয় বিদীর্ণ
উটপটাং শব্দের মোহিনীমায়ায় স্বর্ণ পদক
আহা মরি মরি দেখিনি যারে সে বড় সুন্দরী।
আগুনের তপস্যা ভঙ্গে উর্বশী
আহা বিশ্বামিত্র নাকি স্বয়ং সিদ্ধার্থ
সুজাতার হাতে পরমান্ন যেন পত্রলেখা
কেউ কামে কেউ মোক্ষে প্রত্যক্ষ পরোক্ষে ।