তোমরা জেগেছিলে তাই মিছিল জেগেছিল
হাত রেখেছিলে হাতে আঁধার কেটেছিল।
পাখীদের ডাক শুনে ফুলেরা ভরসা পায়
নিবিড় শান্ত স্নিগ্ধতায় সাথীরাও চিনেছিল।

ঝড়ের মুখে বুক চিতিয়ে সাহস জাগিয়ে রাখো
আলোর ঠিকানা মেঘ সরিয়ে জীবনটাকে দেখো।
তোমরা জেগেছিলে তাই মিছিল জেগেছিল
হাত রেখেছিলে হাতে আঁধার কেটেছিল।

শহর নগর গ্রাম জুড়ে আজ মাৎস্যন্যায় রাজ করে
প্রতিবাদী হই কালের কণ্ঠে তোমাদের সুরে সুরে।
তোমরা জেগেছিলে তাই মিছিল জেগেছিল
হাত রেখেছিলে হাতে আঁধার কেটেছিল।