এমনি করেই মুঠোয় ভালবাসা কষ্ট
একদিন মুক্তোর মতন কবিতা জন্ম দেবে;
প্রসবের যন্ত্রণা যেন গভীর অস্ত্রপ্রচার
শব্দের মেলবন্ধনের কাটাকুটিতে ওরা বলবে
আমরা যে তোমারই সৃষ্টি
আমাদের যতনে বাড়তে দাও
আমরায় একদিন হয়ে যাবো তোমার অহংকার।
হারমানা হার তোমার গলায় ঝলসে উঠবে
বিকেলের রোদ তোমার চরণ ছুঁয়ে নেবে
পরম সুখের রাত্রি এসে নিয়ে যাবে
নিশ্চিন্দিপুরের সেই ঘুমের দেশে।
বাকিরা তোমায় স্মরণ করবে
জনমে মরনে সাহিত্যের বাসরে
কারো চোখের জল হয়তো হবে মুক্তোর মতন।