তোমার কবিতা যত
হয়ে উঠুক কালো মেঘের মত
আমি হয়ে যাব কালবৈশাখী ঝড়
শুকনো পাতা উড়িয়ে দিয়ে বৃষ্টি ঝরাতাম।
তোমার কবিতা যত
পাখির ঠোঁটে খড়কুটো হত
আমি হতাম নিরাপত্তার গাছের শাখা
দুজনেই ঠিক ছোটখাটো বাসা বানিয়ে নিতাম।
তোমার কবিতা যত
নীল পাহাড়ের ঝরনা হত
আমি হয়ে যেতাম চলার পথিক
শুখাপথে যেতে হাজার বাধা সরিয়ে দিতাম।
তোমার কবিতা যত
বোবা আকাশ রাতের মত
রাতের জোনাকি হয়ে খুঁজে বেড়ায়
রজনীগন্ধা সন্ধ্যা বাসরঘরে মিথ্যে অপেক্ষায়।