বৃষ্টির মতন নিমের পাতা ঝরে ঝরে পড়ছে
দূরে কোথাও ময়ূর ডেকে উঠলো
আমার তোমায় মনে পড়ল।
আমের মুকুলের গন্ধ সারারাত ঘিরে ছিল
যেন আমি আম বাগানে শুয়ে আছি
তখনই তোমায় মনে পড়ল।
টুনটুনি টা অর্জুন গাছে বুঝি কিছু খুঁজে পেল
তারপর চকিতে ছোট্ট ডানায় উড়ে গেল
তখনই তোমায় মনে পড়ল।
এ যেন এক নতুন দেশ
পথঘাট রাস্তা কিছুই চেনা নেই।
অজানা ভাষা বলতে বুঝতে চমকে যাচ্ছি
তখনই তোমায় মনে পড়ল।
রাত্রিবেলা হেঁটে চলেছি
চারিদিকে পাঁচিল ঘেরা বাগান
কোথাও কোথাও অন্ধকার জমে আছে
এই অন্ধকার যেন অতীতের শিলালিপি
তখনই তোমায় মনে পড়ল।
এই যে তুমি কাছে নেই
এই যে তুমি কত দূরে
তবু জানি মনে হয়
আজকে আমার কত কাছে
কেন যে তোমায় বারবার মনে পড়ে জানিনা;