তিন্নি আর বিন্নি একই ইস্কুলে পড়ে বন্ধু ভীষণ ভারী
বিন্নিরা থাকে মাটির ঘরে পাশে তিন্নির কোঠা বাড়ি।
ভোর হলেই তিন্নি ডাকে চল বিন্নি ফুল কুড়াবি চল
গাল ফুলিয়ে বিন্নি বলে এত দেরী করলি কেন বল?

কি করি বল অনলাইনে কাল সাত সাতটা জামা এসেছে
দেখতে পরতে হয়েছে দেরী খামোখা রাতটা বেড়ে গেছে।
বিনুনি দুলিয়ে তিন্নি বলে পূজায় জামা তোর কটা বলনা?
গম্ভীর সুরে উত্তর ফুল কুড়াবার সময় অত কথা হয়না।

কাশের বনে লেগেছে দোলা নীল আকাশে মেঘের ভেলা
তিন্নি বিন্নি কুড়িয়ে শিউলি এবার বাড়িতে ফেরার পালা।
কাজের জন্য প্রবাসী বাবা বিন্নির মুখ তাইতো মেঘের ভিড়ে
একটা নতুন জামা সাথে করে, পূজাতে সে ঠিক আসবে ফিরে।

তিন্নি তা বুঝে চটপট ভেবে ঝটপট করে বলে দেয়
দুটো জামা তুই নিয়ে নিবি, আমার অত লাগবেনা ভাই।
দোলনচাঁপায় দোলা লাগে দুজনার মুখে সোনা রোদ্দুর হাসি
কোথা যেন বাজে আগমনী গান ঝরে আনন্দ রাশি রাশি।