তিলোত্তমা
শহর জেগেছে
এখন শুধু তোলপাড়
নেয়তো সময় বসে থাকবার।
শ্রাবণ ধারার মতো দ্রোহের মিছিল
প্রশ্ন মায়ের মেয়েটা কেন ফিরলনা ঘরে
কার দানব খুবলে খেয়েছে রক্ত মাংস শরীর।
তাই লক্ষ মায়ের ঘুম ছুটেছে দখল করছে রাত্রি
তথ্য লোপাটে পার পাবে না রাজা গজা সান্ত্রী সেপাই
আয় মেয়ে আয় যা দেখে যা কার মুখেতে আগুন ছাই।