একটা একটা করে যখন আলো নিভে আসে
অন্ধকার ধীরে ধীরে গ্রাস করে দিনের আলো
আমাদের তখন হৃদয় উথাল পাথাল
আকাশের তারা আর কিছু জোনাকি বলে
ভয় কি এইতো আমরা আছি
তোমাদের আলোর গান শোনাবো
তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবো ঠিকানায়।
বুঝতে পারছি দিনে দিনে ওদের ষড়যন্ত্র
রাজা গজারা স্বাধীনতা খর্ব করতে চাইছে
ওরা একম এবং অদ্বিতিয়ম হতে চায়
পাশাপাশি কাছাকাছি বিরোধের নেই দরকার
ওরা এক সময় মুখের ভাষাটাও কেড়ে নেবে
প্রতি চলাফেরায় জীবনশৈলীতে উঁকি ঝুকি
ঠিক এখনি সময় হয়েছে রুখে দাঁড়াবার।
ছোট ছোট শক্তির মিলিত প্রচেষ্টায়
প্রতিবাদে প্রতিরোধে হয়ে যাই মুখর
সাধু আর ভণ্ডের মুখ থেকে মুখোশটা
ছিঁড়ে ফেলতেই হবে এইবার।