এমনি করে মনের কথা ঝরে শিশিরের মতন
সবুজ ঘাস ছুঁয়ে কিছু অন্তরঙ্গ মুহূর্ত।
হচ্ছেটা কি বলে উদয় হয়
ঠিক যমদূতের মতন তির্যক রৌদ্রকিরণ।
প্রেমের বাজারে তখন শুধুই বাস্প
একলা থাকে শহরের ফুটপাথের টুকরো সবুজ।
ভুল করে ফুল ফুটিয়েছিল কংক্রিটের দেয়ালে
মাধবীলতা জানতনা বিপদ তখনি এলো।
কে বা কারা এসে রাতের আঁধারে
ছিঁড়ে খুঁড়ে রক্তাক্ত করে তার আগামীর স্বপ্ন।

-এটা খুব সামান্য এক ঘটনা
বেপরোয়া বেবাক কিছু মানুষের রটনা।
চলতে গেলে সিঁড়ি চড়তে গেলে
এই জগতে দাম দিতে হয়...
কেউ নগদে, কেউ সম্ভ্রম
কারোর শরীর খায় শহরের শেয়াল ।
আর কেউ ক্ষমতায় থাকতে  বলে
জাগতিক দৃষ্টির চোখ অন্ধ করে ফেলে।
      এই শহরের উঁচু মিনার সবটুকু জানে
সব প্রতিশ্রুতির সাতসতরের বহমান ইতিকথা।
ইটের পাঁজরে লোহার খাঁচায়
নিশিগন্ধার আর্তনাদ হারিয়ে যায়...
নর্দমার কালো জলে কাহাদের কান্না লেগে থাকে।