কবি শাহনুর কেমন আছেন।
উনার খবর পেতে চাই।
অনেকদিন কোন খবর ছিলনা
মন জুড়ে ছিল হাজার জিজ্ঞাসা।
বুকের ভিতর প্রশ্নগুলো রাস্তা খুঁজছিল।
কুমুর আলোক কথার মেলায়
ভাবনার পাখী পাখনা মেলে দিল।
আমাকে সে শুনিয়েছিল জন্মভূমির গল্পকথা
কেমন ছিলাম কেমন আছি সেই সব রূপকথা।
নদীর জলে সাঁতার ব্রিজের ধারে প্রথম দেখা
সকাল সন্ধ্যে বকুল জারুল পলাশ গন্ধ মাখা।
কোন ফুলেতে সে খুশি হয়
কোন গানেতে পরান দুলে ওঠে
পাতায় পাতায় আখর কেটে
দেখিয়ে দিত শিখিয়ে দিত পথের বাঁকে বাঁকে।
একদিন এই আসরের সুলুক আমায় দিল
আসরে এসে আনন্দগানের সরিক হয়ে গেলাম।
তাঁর বিহনে মন যে কেমন করে
কে জানো'গো তাঁর খবর এনে দিও।