হারিয়ে গেছে ওরা
যাদের হাত ধরে পথ চলা শুরু করেছিলাম।
পথ চিনিয়ে দিয়েছিলে,
আলো হাসি গান অফুরান প্রাণ।
বুকের ভিতরঘরে
গভীর কান্না জমিয়ে কি করে মুক্তঝরা হাসি হাসতে হয় শিখিয়েছিলে।
আলোর উৎসে যেতে কতটা ঘাম ঝরাতে হয়,
চাক্ষুষ করিয়েছিলে শ্রমজীবীর মতন।
নিজের যত অপূর্ণ আগামীর স্বপ্ন আশা,
উত্তরসূরির চোখে এঁকে দিয়েছিলে মনসা পাতার কাজল।
এ যেন ছিল এক ভাগচাষীর স্বপ্নপূরণ গল্প কথা।
বীজতলার চারা সঠিকস্থানে
সঠিকভাবে সঠিকমানে রোপণ করেছ।
শীত গ্রীষ্ম বর্ষাতে এক কামরার ঘরে
কাকতাড়ুয়ার মতন রাত জেগে পাহারা দিয়েছ।
পোকায় কাটতে না পারে,
তাই দিনে দিনে শাসনে বারনে
আলোতে আঁধারে রয়ে গিয়েছিলে;
পথের যত কাঁটা ছিল দুহাতে দিয়েছ সরিয়ে।
হাজার মানুষের ভিড়ে যেন চিনতে পারে।
ওই যে আলো হাতে ও আমার সন্তান।
জানিনা কতটা আলো হতে পেরেছি।
কতটা অন্ধকার আত্ম অহংকার সরাতে পেরেছি।
সমানে সমানে ভাগ নিয়ে গেছি ঝুটা কারণে।
স্বচ্ছতায় বলতে চাই
তোমার স্বপ্নের ফুল পারিজাত
সত্যি ফোটাতে পেরেছি কিনা! জানিনা!
হয়তো পারিনি। তাইতো গোপনে কাঁদি।
এখনও আছি, তোমার স্বপ্ন ঘিরে ঘিরে বাঁচি।