নিঝুমপুরের ঘুম ঘুম দুপুরে
কে যেন যায় সুর তুলে নুপুরে;
মুখ তাঁর মেঘময় আলো আলো মাখা
চোখ যেন আধখানা বাঁকা চাঁদ আঁকা।
বাতাস বুঝে নেয় সেই বুঝি আসে
আয়োজন করে শেষ চঞ্চলিত ঘাসে।
বসন্তদূত আর চুপ করে থাকে কতক্ষন
পাপিয়া পিয়া ডাকে খোঁজে সেই মন।
নদীজলে ভিজে যায় ঘন কালো কুঞ্চিত কেশ
অশোকে পলাশে জাগে সারা আহা বেশ বেশ।

নগরের আলো আশা সব পেয়েছির দেশে
স্বপ্নে সে এসেছিল অস্ফুটস্বরে বলেছিল হেসে...
তুমি কি সেই অচিনপুরের রাজার কুমার
এদেশে বড় অনাচার শীঘ্র আমায় কর উদ্ধার।
প্রবল চিৎকারে স্বপ্নের সব তন্ত্রি গেল ছিঁড়ে
বিছানায় ঘেমে একাকার, জ্বর বুঝি গেলে ছেড়ে।