যা বলা হোল আর যা বলা হোল না
সবটাই রয়ে গেল মুহূর্তের করাল মুষ্টিতে
কিছুটা থেকে গেল স্মৃতির পাতায়
সেই পাতাগুলো উল্টে দেখে নিও
যদি মনে কৌতূহল এসে থাকে কোনমতে
তারপর ফেলে দিও আস্তাকুড়ে
আর বাকিটা থাক অতল গভীর অন্ধকারে
মাঝে মাঝে জোনাকির মতন জ্বলে উঠতে পারে;
মুক্তি পাবার আশায় মাথা খুঁড়ে খুঁড়ে ফিরবে;
যদি একান্তই পথ খুঁজে না পায় না পাবে
ওরা তবে হারিয়ে যাবে,
কালের অন্তরালে অনন্ত ফসিলে।
কেউ যেন না আর থাকে আনে অনুভবের রোমন্থনে।
যদি তাঁকে কেউ কোনদিন ফসিল মুক্ত করে
তবে সে নির্ঘাত যন্ত্রণার সাগর জলে ডুববেই।
ফসিলের কণায় কণায় লেখা আছে
তিল তিল কষ্টের করুন আকুতি।
বিশ্লেষণের নিমগ্নতায় বুঝবে কেন কি কারণে
সেই সে প্রেমিক স্বেছামরণ কেন বেছে নিয়েছিল।