এ মন তবু স্বপ্ন দেখতে ছাড়েনা।
নদীর তীরে বালুরঘর বারবার ভেসে যায়
আবার রাত জেগে জেগে
খড়কুটো জোগাড় করে ঘর বানায়।
এ'মন যে স্বপ্নসন্ধানী স্বপ্ন দেখে যায়।

সবার জন্যে উদার হয়েছে নীলাকাশ
এই পৃথিবীর অন্ন জল বাতাসে সবার অধিকার
কোথাও কোন লোভ নেই
স্বার্থপরতা ঘুমিয়ে গেছে চিরতরে মাটির কবর।
কোথাও নেই কোন যুদ্ধ
বাতাসে নেই বারুদের গন্ধ
অস্ত্র কেনা বেচা হয়ে গেছে নিষিদ্ধ
অপার এক সমুদ্রের মতন শান্তি বিরাজমান।
এ'মন যে স্বপ্নসন্ধানী স্বপ্ন দেখে যায়।
স্বপ্ন দেখা কি হয়ে গেছে বারণ।

স্বপ্ন দেখে মেয়ে হয়ে গেছে সে ডাক্তার
স্বপ্নের পথ ধরে ছেলে ঘুচিয়েছে নাম বেকার
নির্ভয়ে পথ চলে সবাই রাত যত হোক আঁধার
সকলের জন্য দরকার কি তবে নিরাপত্তার
খোলা আকাশের মতন স্বস্তির ছাদ হোক সবার
ভোর সকালের মতন হাসি থাকুক সব মানুষের।
এ'মন যে স্বপ্নসন্ধানী স্বপ্ন দেখুক সবাই।
সকলের কাছে তাই করি দরবার।