ওরা ভালো আছে? ভালো নেই
পুতুলের কার্নিভালে তুমি আছো? না নেই
তুমি কি দ্রোহের কার্নিভালে আছো? আমি আছি
বুকের ভিতর ভয় নেই তোমার? ভয় নেই
ভয়ে ভয়ে ক্রমশ দেয়াল গড়ে ফেলেছি
যেখানে প্রাণ আছে আমি সেখানে।
যেখানে প্রতিবাদ আছে আমি সেখানেই আছি
হৃদয়ের ক্যানভাসে প্রতিমার মতন
মুখ ভেসে ভেসে ওঠে। চোখে ওর রক্ত।
কাঠামো ভেঙে চুরে ভাসান দিয়েছে কবেই।
ন্যায্য বিচার চেয়ে এখনো যে মেলেনি।
তাই সেই প্রতিমার জন্য এই কার্নিভাল।
ওদের মুখগুলো দেখলেই চোখে জল আসে
মনের ভিতরে কুলকুল করে ওঠে নদী
দুকুল ভাসিয়ে নিয়ে যায় আগামীতে।
ওদের সাথে পায়ে পায়ে মিলিয়ে থাকব।
ওদের প্রতি যে অবহেলা হচ্ছে
কিছুতেই মেনে নিতে পারিছিনা।
তবুও সরে যায়নি পালিয়ে যায়নি
ময়দান ছেড়ে দেবার কথা ভাবেনি।
ওদের প্রশস্ত কপাল চক চক করে জ্বলছে
আপামর মানুষের আলোর জীবনরেখা।
আমি সর্বান্তকরণে ওদের সাথেই আছি
ওরায় আমার দেশের সুশ্রুত।