যতক্ষণ এই পৃথিবীতে জেগে আছো
বাঁচো বাঁচো সব নব আনন্দে বাঁচো।
সাজো সাজো ফুলে ফুলে আজ সাজো
রাজো রাজো দিল দরিয়ায় রাজো ।
বাজো বাজো নব্য নতুন সুর ঝঙ্কারে বাজো।

কাল কি হবে ভেবে কী ফল
আঁধার সরিয়ে দেখো সকাল।
জীবনে জোয়ারে লেগেছে দোল
জাগে খুশির খেয়াতে কি কল্লোল।
তাই, যতক্ষণ এই পৃথিবীতে জেগে আছো
বাঁচো বাঁচো সব নব আনন্দে বাঁচো

আগুন যদি এই বাতাসে বয়
এ হৃদয় খানিক ক্লান্ত হয়।
মহা নটরাজের নৃত্য ছন্দ ভাবাই
সৃষ্টি কি তাতে সব ধুয়ে মুছে যায়?
তাই, যতক্ষণ এই পৃথিবীতে জেগে আছো
সাজো সাজো ফুলে ফুলে আজ সাজো।

আকাশের রঙ বদলে যাবে সেই তারই ছোঁয়াতে
কিশোরী মেঘ আসবে যেই কাজল পড়াতে।
বুকের ভিতর বাজে ডমুরু গুরু গুরু গুরু গুরু
বৃষ্টি ফোঁটায় জীবনের গান আবার হবে শুরু।
তাই, যতক্ষণ এই পৃথিবীতে জেগে আছো
রাজো রাজো দিল দরিয়ায় রাজো।

ঝর্ণা ঝরে ঝরঝর যেন বেজে যায় তার নূপুর
ভরা দুপুর শুধু শুনি পুকুর জলে টাপুর টুপুর।
সরাও ধুলো সেই তারে ঝঙ্কার ওঠে যেই তারে
মিলিয়ে নাও সৃষ্টির তান প্রকৃতির সুরে সুরে।
তাই, যতক্ষণ এই পৃথিবীতে জেগে আছো
বাজো বাজো নব্য নতুন সুর ঝঙ্কারে বাজো।



আজ এই কবিতা দুই কবির জন্য উৎসর্গীকৃত ।
দুই কবির কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ।
নাম ? ?