সেইদিন আর এইদিন জীবন কেমন
জীবন যেন ঠিক আঁধার যাপন
এই বুঝি কি হয় নিত্য লাগে ভয়
হয় হয় যখন শেয়াল রাজা হয়।
ভাল্লাগেনা হচ্ছে কি সব আজ
ডাকাতের দেশ চোরেদের রাজ।
চুপ! তোর'যে এত কিসের গরজ
জীবনটা কী করবি বাজে খরচ।
ননী মাখন খাচ্ছে যারা খাক
চলছে যা তাই চলতে দেনা ভাই
মিছামিছি বাপবাপান্ত করিস নে আর
বারুদ বুকে থাকলে বাঁচবি কী তুই ভাই?
এই দেশেতে যদ্দিন তুই বাঁচবি
দিনে দিনে ভেল্কী কত দেখবি
রবি নজরুল উল্টালে ব্যথা লাগে বুকে?
বাঁচতে যদি চাস লাগাম দিবি মুখে
এদিন কেমন সেদিন কেমন ছিল
ঘামিয়ে মাথা আর কি হবে ওরে।
আজ দলাদলি কাল গলাগলি
নিত্যি নতুন নাটক মঞ্চ জুড়ে।
তবু কেন তুই চিৎকার জুড়ে দিস
জীবন জাগিয়ে মিছিলে ভিড় করিস।
তোর সূর্যমুখী প্রাণ সূর্যে হাত বাড়াস
আঁধার ভাঙতে আলোর খোঁজ করিস।