তুমি ও একজন
আমি ও একজন
আমরা ভারতবর্ষের সন্তান
তোমার ও রক্ত লাল আমারো তাই
তবে আমরা কেন বেশিরভাগ অনাহারে
তোমরা গাড়ীতে বাড়িতে আয়াসে অনায়াসে
এদেশে বিদেশে তারাভরা ঝলমলে আকাশে।
সব কিছুতেই ছাড়।
তোমরা নাকি আমাদের নিয়ে সিংহাসনে
আমাদের হিতার্থে তোমরা মসনদে আসীন
এইতো আমাদের হিত
চোখের জলে নাকের জলে এক একাকার।
শুধু নেই নেই নেই রাজ্যের বাসিন্দা
তোমরা কিন্তু তা নয়
তোমরা আছো সব পেয়েছির দেশে।
একবার ভাবছি যদি উল্টো হয়।
পাল্টে দিই সবাই মিলে তবে কেমন হয়।
তোমাদের সুখ জনগণে বিলিয়ে দিয়ে
আমরাও হয়ে যাব সর্বজয়ী সুখী বাসিন্দা।