ঊর্মির তালে তালে কথানদী ধেয়ে যায় মোহানায়
নদী প্রয়াগ হতে চায়না সে চলে আপন খেয়ালে।
প্রয়াগে কোলাহল পুণ্যার্থীর ভিড় বেসামাল
পাপ ধুয়ে ধুয়ে পুণ্য কুড়িয়ে নিয়ে যায়।
কুড়িয়ে নেয় মরন ফুরিয়ে যায় জীবন
জীবন মরনের এই দোলাচলে সেজন নিরপেক্ষ
নিরপেক্ষ তার দর্শন তার পাথর পাথর চোখ
চিবুকে মৃদু হাসি অথচ হৃদয়ে নেই স্পন্দন
তবু ফুল পাতা ধূপ ধুনোয় অঞ্জলি রাতদুপুর।

কে'যে কোথায় হারায় ঠিকানাবিহীন ভ্রমি একা
ভুলে যায় কি নাম আমার কোথায় ছিল বাড়ি
একলা একলা আসা ছিল একলায় পথ চলা
নিজের সাথে নিজের ফিসফিসিয়ে কথা বলা।
কোথায় যাবো জানিনা, হাত ধরবে কে চিনিনা
এই পৃথিবীর মাটি চিনি জল যার পড়শি
ছায়ায় মায়ায় কাছে টানে সবুজ পাতার ঘর।
মিশে যাবো ফুরিয়ে যাব তার নরম চাদরে
বুকের ভিতর স্পন্দন হঠাৎ যদি হয় ছন্দপতন।