ভাবনার স্তরে স্তরে
জানিনা নাকি মন্তরে
ফুটে গেল কাননে পদ্মগুলি।
তবু পথ চলি
ফেলে রেখে কানাগলি
রাজপথ জুড়ে কলকাকলি।

ঐ বুঝি কারা যায়
নিশ্চিত আলোর ঠিকানায়
ছন্ধে ছন্দে গায় আনন্দগান।
গুরু গুরু গম্ভীরে
নিনাদ ছড়িয়ে পড়ে
চারিধার মুখরিত সংকীর্তন।

বাঁশি বুঝি বাজে
অন্তর প্রান্তর মাঝে
সুরে সুরে অহরহ প্রেম ঝরে।
গুঞ্জে গুঞ্জে অলি
পাপড়ি মেলে কথাকলি
উদার আকাশের দৃষ্টি না সরে।

দিনে দিনে কালবেলা
শুরু না হতেই শেষ খেলা
নিজ দরবারে দ্রৌপদীর বস্ত্রহরণ।
কারো নেই কোন দায়
মেয়েবেলায় লাশ পুড়ে যায়
দেশে আছে সুশাসন দুঃশাসন দুর্যোধন।

আকাশের নিচে ওরা কারা
আলো আনবার মুখ ওরা।
সকালের রোদ্দুর তবু কেন অবহেলা্য।
ওরা জাগে আর জাগায়
রাত্রি দখলে সাহস যোগায়
টুকরো আশা জড়ো করে মশাল জ্বালায়।

নদী তবু বয়ে যায়
রাজা রানী জেগে ঘুমায়
বেদমন্ত্র উৎসবে মিথ্যে আলোড়ন।
মাটি কামড়ে ওরা
আলোর দিশারী যারা
আলো হাতে জাগরণ সত্য উচ্চারণ।