যার ভালো তাঁর ভালো আমার কাছে খুব খারাপ
আমার চাকরি অন্যে করে, হৃদয় তখন গুমরে মরে।
তখন সত্যি কি ভালো লাগে?
উনি বলছেন জল উঁচু সবাই বলে তাইতো তাইতো
আমি দেখছি জল নিচু, বললেই তুমি খুব খারাপ।
তখন সত্যি কি ভালো লাগে?
চোরে করে চুরি দুচোখ বুজে বলে আহা কি বাহাদুরি
চোরে চোরে মাসতুতো ভাই,বললেই তুমি খুব খারাপ।
তখন সত্যি কি ভালো লাগে?
শঙ্খ বাজলে ঘরে ঘরে, সব ঘরে কি আলো ঝরে
আসবে নাকি দিন ভালো, অপেক্ষাতে জীবন মরে।
তখন সত্যি কি ভালো লাগে?
আমি দেখছি তাঁদের ভালো, সাত পুরুষের ঘর আলো
আমার ঘরে অন্ধকার, ছন্দ বিহীন জীবন সেতার ।
তখন সত্যি কি ভালো লাগে?