সত্যি এখন একটাই
দর্শক হয়ে নীরবেই দেখি সবটাই।
চোরে চুরি করে বলা যাবেনা।
চুপচাপ শুধু চোখ কান মুখ ঢেকে রাখি তাই।
কাউকেই কিছু বলা যাবেনা।
সত্যি এখন একটাই
দর্শক হয়ে নীরবেই দেখি সবটাই।
নোনাজল এনে মাটি হয়ে যায় দখল
কিছুতেই কারো কিছু কী যায় আসে?
যার যায় তার আসে, চোখ ফেটে জল আসে।
বুকের ভিতরে স্বপ্নেরা মরে চেনা শ্বাপদের ত্রাসে।
জন জনতা বড় বেসামাল আজ হয়েছে সর্বহারা।
(তবু) কাউকেই কিছু বলা যাবেনা।
সত্যি এখন একটাই
দর্শক হয়ে নীরবেই দেখি সবটাই।
রাতবিরেতে ডাক দেয় রাজা
নাহলেই আছে সাজানো গোছানো সাজা।
সামনে পিছনে ডাইনে বাঁয়ে আছে সাঁড়াশির চাপ
ভিতরে ভিতরে পুড়তেই থাকি যেন কার অভিশাপ।
জ্ঞানিগুণী সব মহাজন চোখে মুখে ঝরে আলো চনমন
স্মিত হাসি রেখে গায় তাঁরি জয়গান।
এই আমাদের ধন্য রাজার পুন্য আমার দেশ।
হাত জড়ো করে বলতেই থাকি
আমরা আছি তো বেশ।
সত্যি এখন একটাই
দর্শক হয়ে নীরবেই দেখি সবটাই।