কি ভেবেছিলে সত্য প্রকাশ সহজেই হবে
সে হায়েনার প্রযুক্তি অস্ত্রের বদ ব্যবহারে।
সত্যের প্রকাশ সীতাও চেয়েছিল পেয়েছিল কি?
তাই কেউ কেউ উৎসবে কেউ কেউ অবসরে ।
বাচালতার মিথ্যেয় সহজেই
                      স্বর্গ গড়ে দেওয়া যায়
বাড়ির কর্তা যদি সত্য প্রকাশ করতে চায়
                     তবেই তা প্রকাশ পায়।
আজ পাশবালিশে মুখ লুকিয়ে সত্য ঘুমায়।
আইন এখন অর্থের শৃঙ্খলে
আসল বন্দী নকলের করতলে।
দিক নির্ণয়ে ধ্রুবতারা যায় বলে
সত্য প্রকাশ হবেই কালের অকালে।