আজও তোমার কাছে আমি একজন অচেনা
কবে থেকে আসছি দিনক্ষণ নেই তার ঠিকানা
তুমি চিরজীবন নোনতাই রয়ে গেলে
অবুঝের মতন ফিরে এলে আর ফিরে গেলে...
ঢেউয়ের পরে ঢেউ তুলে এলেই ভয়ংকর লাগে
পরক্ষণই মনে হয় তুমি খুব চেনা আশা জাগে...
নিতান্তই অচেনার মতন দুমড়ে ছুড়ে ফেলে দাও
মানে অভিমানে তুমি কি আমার মৃত্যু চাও...
বেশ তবে তাই হোক তোমাকেই  সঁপে দিলাম
হে অতলান্ত নীলিমা অনন্ত প্রাণ আমায় কর আপন...