সেদিন সমুদ্র সৈকতে পলাশ ফুটেছিল
আমাতেই আমি দেখার বাসনায়।
রুপকে বেলাভুমি ছড়িয়ে ছিটিয়ে ছিল
কেউ কেউ ঝিনুক কুড়াবার ছলে।
বিশ্ব-জয়ে বিশ্বজিতের অপার ভঙ্গিমায়
রঙ রূপ আলোর সেতু মাঝে অপূর্ব সমন্বয়।
কবিরের ইচ্ছায় আশ্চর্য আকাশ পানি
পশরা সাজিয়েছিল স্বাদ কোরকের সন্ধানে।
নীল নীলিমায় কারা যেন নিজেদের খুঁজেছিল
আশা জাগানিয়া ঢেউএর সৌমেন ঠিকানায়।

বুলবুল কি পেয়েছিল সমুদ্র সঙ্গিনী
নূপু্রের ধ্বনির প্রতিধ্বনিতে মায়াবিনী জেগেছিল?
সঞ্জয়ের দৃষ্টিতে আগামীর রূপকথারা
উচ্চকিত লহরীর তসবির হয়েছিল কঠিন বোল্ডারে।
রক্তিম ওদের হারিয়ে ফেলে খুঁজে ফিরছিল
লবন মিশ্রিত জলে মৌরি ফুলের সুবাস।
পরিতোষের অমায়িক পারিতোষিক বিদ্যুতায়নে
সাময়িক বিশ্রামে ছিল, গভীর অনুভুতির জলছবি।
বিভুতির অনুশাসনে বেজেছিল রীনাময়ী বীণাপাণি
সজল স্বপন অনন্ত বসন্তে ফুলেরা ফুটেছিল
কি যেন এক বিকাশ-আভাসে মুকুলিত চুপকথা
দক্ষিন সমীরে আশার বানী জাগিয়ে রেখেছিল।