সকালেই আজ যেন খাঁ খাঁ করা দুপুর
প্রখর তাপে ঝরে ঝরে গেছে লাল কৃষ্ণচূড়া।
আজো যারা খেটে মরে উদয় অস্ত
মালিকেরা ঠাণ্ডা ঘরে শ্রমিকেরা কেন রোদে পোড়া?
এসো সেই সব শ্রমিকের পাশে
যাহাদের ঘাম রোজ রোজ মাটিতেই মেশে।
অবুঝ শ্রমিক আর কবে নিজ আধিকার বুঝবে
আধপেটা খেয়ে কাজ করে হেসে হেসে।
কথা ছিল কাজ হবে আট ঘণ্টার
এখন যে কাজ নেই তাই সব দিশাহারা।
মালিকেরা কথায় কথায় করে শ্রমিক ছাটায়
কম আয়ে কাজ করো, না পোষালে হও বিদায়।
এসো সেই সব হারাদের কাছে।
ন্যায্য অধিকার থেকে বঞ্চিত আজো যারা।
মে দিবস বলো আজ প্রতীকার আর কবে হবে?
কবে বলো ঝরে ঝরে পড়বে সমতার বৃষ্টিধারা