জেগে উঠুক এমনি করে সবার মনে কবিতা
গাছের মতন মাটি ভেদ করে চেয়ে দেখুক সবিতা।
মানুষের বুকে ছড়িয়ে দিক নির্মল প্রাণ বাতাস
হিংসা সম দূষণ ধ্বংসে নীল হোক আরো আকাশ।

বেজে উঠুক এমনি করে যত উৎসবমুখী কবিতা
সেজে উঠুক নানান বেশে যেন খচিত মানিক মুকুতা।
ছাতিম গন্ধে ভরুক হৃদয় সরিয়ে যত দ্বিধা সংশয়
মিথ্যাচারের পথ ছেড়ে রাজপথ যেন আলোকিত হয়।

বেয়ে চলুক নদীর মতন স্নিগ্ধ শীতল শান্ত কবিতা
পাল তুলে দিয়ে গান গেয়ে যাক ভাটিয়ালী শুদ্ধতা।
নিস্ফলতার শব্দ আস্ফালন হাসি কেড়ে নিক চাইনা
অঙ্গন জুড়ে অঙ্কন হোক আলো হাসি খুশি আল্পনা।

ঝঙ্কার উঠুক প্রাণে প্রাণে ছন্দে ছন্দে নাচুক কবিতা
দাঁড়াক রুখে ঝড়ের মুখে শক্তি অটুট প্রতিবাদী ক্ষমতা।
বুকের ভিতর ভরে ভরে দিক স্বপ্ন ফসল বুনে যাওয়ার
এ দেশতো নয় কারাগার সবারই হোক সমান অধিকার।