চলে গেছে সে অস্তাচলের পথে দূর সুদূরে।
তবু জীবন স্বপ্ন রেখে গেছে তাঁর উঠান জুড়ে।
সকালে নিয়ম করে সে দানা ছড়িয়ে দিয়ে যেত
ওরা ডানা মেলে এসে জীবনের রসদ খুঁটে নিতো।
যেদিন সে চলে গেল ওরা সেদিন কিছুই পায়নি।
দিন পেরিয়ে গেল ওরাও কোনদিন আর ফিরে আসেনি ।
তাঁর শান্তি-স্বস্ত্যয়নের উপাচার উঠানে ছড়িয়ে দিয়েছিল।
অবাক কাণ্ড কয়েক দিনেই সবুজ জীবনের দেখা মিলে গেল।
আজ সবুজের সমারোহে আকাশমুখী শিষে হলুদ হলুদ ফুল।
ওরা এসে দেখে যায় সুখের স্বস্তিতে জীবনের সফল ফসল।