আমরা সবুজ সাথী আমরা সবুজ সাথী
যে যেখানে থাকি সবুজ অভিযানে বাঁচি...
আমরা সবুজ সাথী....
এই পৃথিবী সবার তাকে বড্ড ভালোবাসি
তার মাটি জল বাতাসে হাসি কান্নায় বাঁচি..
আমরা সবুজ সাথী...
আজ দূষণে দূষণে তার হয়েছে যে মুখ ভার
মান ভাঙাতে তাই সবুজ সাথীর অঙ্গীকার;
শহর নগর বন্দরে পরিয়ে দিই সবুজ রাখি
গাছ লাগাই গাছ বাঁচাই প্রাণ মহাপ্রাণে আছি;
আমরা সবুজ সাথী...