ধ্বনিল রে ধ্বনিল রে
জীবন জুড়ে কি অনুরণন।
জীবনে জীবন ধানসিঁড়ি নদী
আর সবুজের অভিযান।
যে আছে ভয়ে অসহায় হয়ে
মাঝ দরিয়ায় তরী বুঝি ডুবে যায়।
আমরা আছি সেদিনের সাথী
আঁধার সরিয়ে আলো জ্বেলে জ্বেলে যাই।
জীবনে জীবন ধানসিঁড়ি নদী
আর সবুজের অভিযান।
এ মহাদেশ উষ্ণায়নে কেন হয়ে যাবে মরু
পথ বেছে নেবো সবুজায়নে জাগিয়ে লক্ষ তরু।
যে আছে তৃষায় জীর্ণ শীর্ণ ভাগ্যদশায়
বিষম শীতে ঝড়ের রাতে প্রকৃতির ভরসায়।
খোঁজ খবরে জেগে থাকি অহরহ
হাত বাড়ানো তরঙ্গে আগমনী গান শোনাই।
জীবনে জীবন ধানসিঁড়ি নদী
আর সবুজের অভিযান।