আমরা সবুজ সাথী সবুজের গান গাই
পথে প্রান্তরে পৃথিবী জুড়ে সবুজ ছড়িয়ে যাই।
আকাশের তারা মাটিতে নামে সবুজের গান শুনে
তালে তালে নদী ঠিক বয়ে যায় সুদূর মোহানায়
আলো হাসি আর খুশি খুশি প্রাণ আনন্দ বুঝে পাই।

গাছে গাছে নিরাপদে পাখীরা সব বাসা বাঁধে
রোদ ঝড় বৃষ্টি দিনে সে পরমাদরে সাথে সাথে ।
কি করে তাঁর ধ্বংস দেখি! প্রতিবাদে তাই মুখর হই।
আমরা সবুজ সাথী সবুজের গান গাই
পথে প্রান্তরে পৃথিবী জুড়ে সবুজ ছড়িয়ে যাই।

সবুজ ছড়িয়ে দেব যতই ততই পৃথিবী দূষণ মুক্ত
ফুলেরা ফুটলে গাছে গাছে প্রজাপতি মন দীপ্ত।
এই পৃথিবী বাঁচাবো বলেই মিলেছি আজ সবাই।
আমরা সবুজ সাথী, সবুজের গান গাই
পথে প্রান্তরে পৃথিবী জুড়ে সবুজ ছড়িয়ে যাই।