সবহারার গান
- অসিত কুমার রায় (রক্তিম)
চোখে চোখ রেখে সোচ্চারে হক কথা বলতেই হয়
আগুনের সাথী হয়ে সাধুর মুখোশ ছিঁড়ে ফেলতেই হয়।
জবাবটা চাই এক্ষুনি চাই
নিজ নিজ অধিকার বুঝে নিতে চাই
তাই পায়ে পায়ে, মিছিলেতে মিলতেই হয়।


জীবনে মরনে আমি তুমি এরা ওরা সবাই সমান
মিথ্যে প্রথার বিভেদে কেন সব করে দেয় অসমান।
জবাবটা চাই এক্ষুনি চাই
নিজ নিজ অধিকার বুঝে নিতে চাই
তাই পায়ে পায়ে, মিছিলেতে মিলতেই হয়।


রোদ ঝড় বৃষ্টিতে অবহেলে জীবনের কিছুটা রসদ মেলে
সত্যি কি ভালো কী লাগে? যোগে বিয়োগে শুধু শূন্য পেলে
জবাবটা চাই এক্ষুনি চাই
নিজ নিজ অধিকার বুঝে নিতে চাই
তাই পায়ে পায়ে মিছিলেতে মিলতেই হয়।


কতদিন আর কতদিন আর এভাবেই মেনে নেব হার  
কিছুইতো নেই আর হারাবার,সময় হয়েছে রুখে দাঁড়াবার
জবাবটা চাই এক্ষুনি চাই
নিজ নিজ অধিকার বুঝে নিতে চাই
তাই পায়ে পায়ে মিছিলেতে মিলতেই হয়।