অসংখ্য স্মৃতি হবেনা ইতি
রাত বাড়লেই আসে গুটি গুটি
আমায় কাঁদায় আমায় হাসায়
ধরে বেঁধে সারারাত্রি জাগায়।
একলা আমি হলেই দেখি
একটা দুটো মারছে উঁকি,
চোখ পাকিয়ে ভীষণ বকি
সহ্য নাহলে দিই হুমকি।
থিতিয়ে যাওয়া জল যেন
এইতো ছিল এইতো নেই।
পড়ল মনে অতীত গানে
দুচোখ ভরা জল থৈ থৈ।

আমি গাইলেই ওরা নাচে
সাথে সাথে আমিও নাচি
রসে বসে বেশ খুনসুটি
ওরাও বাঁচে আমিও বাঁচি।
যদি একদিন ঠিকানা বদলায়
কিকরে আসবে আমার ঠায়?
মন খারাপের মোমবাতি জ্বলবে
গীতবিতানের পাতারা ফিরে যাবে।
তবুও চাই বাউল যেন গান থামায়
রোদ্দুর যেন আসে জানলায়।
শুধু জানিয়ে দেবে শ্মশানের ছাই
নাই সে নাই নাই সে নাই।