ঝড়ের রাতে সাথী কত রাত্রি জেগেছিল
পথশ্রান্ত ক্লান্ত হয়ে কেমন ঘুমিয়ে পড়ে আছো।
তুমি ঘুমাও সাথি ঘুমাও... তুমি ঘুমাও সাথি ঘুমাও...
আমরা জেগে আছি।
অশান্ত দিনে মিছিলের মুখে দাঁড়িয়ে ছিলে তুমি
রোদ্দুর মাসে তীব্র ঝলকে দাওনিতো ছেড়ে ভূমি।
তুমি ঘুমাও সাথি ঘুমাও... তুমি ঘুমাও সাথি ঘুমাও...
আমরা জেগে আছি।
জীবনে নিয়মে এটাই
গান থেমে গেলে সুর থেকে যায়।
পথের নিয়মে পথ শেষ হলে পথ খুঁজে নিতে হয়।
তুমি ঘুমাও সাথি ঘুমাও... তুমি ঘুমাও সাথি ঘুমাও...
আমরা জেগে আছি।
সেদিন খড়কুটো সব জড়ো করে,
ঘর ভাঙা রুখে দিয়েছিলে ।
দুঃসহ দিনে মশাল আলোয় স্বপ্ন এঁকেছিলে।
সেই স্বপ্নটাকে বুকে ধরে আমরা যে পথ চলি।
তুমি ঘুমাও সাথি ঘুমাও... তুমি ঘুমাও সাথি ঘুমাও...
আমরা জেগে আছি।