আজ সাদা একটা পাতা জমা দিলাম।
আজ আর কিছু দেবার নেই।
অপারগ দেশ আমায় মিথ্যে বলেছিল
- আমায় নিয়ে ভাবো, তুমি আমার হবে।
ভীষণ মিথ্যে সর্বৈব মিথ্যে...
যারা মিথ্যে শুনছে দেখছে তাঁরাও মিথ্যে।
চোখের কালো চশমায় মিথ্যে ঢাকতে চায়,
মুখের বলিরেখায় কিন্তু সত্য ফুটে ওঠে।
যা শুনছি যা দেখছি তাহা ঠিক নয়।
কিন্ত জড়ভরত জিহ্বা কিছুতেই জাগছেনা।
নিরাপত্তায় আছি থাকব ভয় ভাবনায়
বিন্দুমাত্র চঞ্চলতা প্রকাশ করছিনা কেউ।

ক্রমশ দেশ ডুবছে অনন্ত সাগরে।
আজন্ম যত সবুজ কিশলয় পুড়ে খাক হচ্ছে।
সুন্দর যত সৃষ্টি কৃষ্টি সবটায় দ্রুত হচ্ছে ক্ষয়।
সত্যের বুকের উপর মিথ্যে দাঁড়িয়ে সদর্পে বলছে
- থাকো নীরব দর্শক।
এই দেশ এই রাষ্ট্র এভাবেই চলবে।
সব দেখে শুনে বিকর্ণ-এর মত
একাই প্রতিবাদে এই প্রতিবেদন তুলে দিলাম।