জীবনের কত কিছুই ছেড়ে আসতে হয়
এক জীবন থেকে আর এক জীবন
সাপের মতন খোলস ছেড়ে ছেড়ে
গুটিপোকার মতন এক থেকে অন্য রুপান্তরে।
বাল্য ছেড়ে শৈশবে সেসব ছেড়ে কৈশোরে
যৌবন এসে বলে তুমি এখন যুবক
এক থেকে একে রূপ থেকে রুপান্তরে।
পেয়েছি যা সব ছেড়ে এসেছি অকাতরে।
পথ চলছি যা পাই তবু তাই নিয়ে চলছি
বোঝার মতন লাগলে ফেলে দিয়ে আসছি।
নিজেকে নিজেই প্রশ্ন দিচ্ছি ছুঁড়ে
সত্যিকারের কি আমি চাই?
আসলে শূন্য দিয়ে শুরু করেছি আদিতে
অনন্তে সেই শূন্য নিয়েই ফিরে যাবো।