আমার প্রতি কাব্য
তোমায় নেবে চিনে বুঝে
ছুঁয়ে ছুঁয়ে যাবে তোমার নদী প্রান্তর
কাছে দূরে বহুদুরে।
তুমি কি জানো!
জোনাকি পথ ভুলে গেছে
যমুনার জল শুকিয়ে গেছে
বাঁশির সুর বড় বেসুরো বাজে
রাধা যায় অন্য কাজে
এই ভরা সাঁঝে।
আমি শুধু বলেছিলাম
ভালবাসা রেখো অন্তরে
আরতো কিছু চাইনি
ফুলের মতন সৌরভ
শুধু একটু ছড়িয়ো রেখো
অমৃতধারায় বাঁচতে কোনদিন চাইনি।
ভোরের শিশির কতক্ষন বেঁচে থাকে!