একনাগাড়ে মাখনের মতন রাত
কেটে চলেছে একটা ঝিঁঝিঁ পোকা।
রাতের তারার আলো মাটিতে বাধাপ্রাপ্ত।
একটা যেন অসম পরীক্ষার প্রস্তুতি চলছে।
পরীক্ষা নাকি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র ?
আমাদের বাংলার একটা গ্রাম ঘিরে।
ঈগলের চোখে পলক পড়ছেনা।
আইনের দেবীর চোখ বাঁধা
নোনা জলের বাড়বাড়ন্তে
ফসলের সবুজে শুকিয়ে যায় ।
রুপালী ঝিলিকে কারোর নাফা কেউ ভুখা।
আরে চাপা দাও ছড়িয়ে দাও খবর মিথ্যা
যারা কাঁদছে ওদের চোখে ভেসলিন।
আমি জানি ওরা অভিনয়ে পটু
আমার বাছারা দুধে ভাতে থাকুক ওরা চায়না।
কি আশ্চর্য ওরা থামছেনা, ক্রমশ এগিয়ে আসছে।
লাঠি গুলি বোমাতে মরে গিয়েও উঠে আসছে।
ওরা ভিক্ষে চায়না, ওরা চায়ছে শিরদাঁড়া।