এভাবেই মৃত্যু হাতে নিয়ে চলেছি।
যেভাবে প্রমাণ লোপাট হয়ে যায়
এভাবেই রক্ত দেখে পথ হাঁটছি।
যেভাবে রক্তের আলপনা সত্য বলতে চায়।
কিচ্ছু বলছি না চুপ করে করে থাকছি
বুকের ভেতর আগুন পুষে পুষে রাখছি...
আমি রাতকে রাত বলেই জানি
দিনকে দিনগুলি বুঝি।
উহাদের মানুষের মতো দেখতে বটে
তবে মানুষ কিনা জানিনা..
উহারা চকচকে ত্বকে নকল হাসিতে
দিব্যি আসর জমিয়ে রাখে।
তবে কেমন এই মানুষেরা?
সত্য চিনবে কবে ? কবে বলবে?
শেখানো বুলি আমরা আর বলবো না
বলতে চাই না।