কার চাওয়াতে কে যে নাচে
এদিক ওদিক ডাইনে বামে।
যৌবন রাগে ঢেলেছে কালি
মানবিকতা নেই অস্ত্র খামে।
টিক টিক টিক সময় কাটে
দিনদুপুরেই রাত্রি নামে।
আতঙ্কেতে ঘুম আসেনা
সে ফিরবে না আর ধামে।
মায়ের বুকে পাথর ভারী
কাঁদছে না সে আকাশ ফাঁড়ি।
খুব অসহায় দেশেতে নারী
সম্ভ্রম তাঁর নিচ্ছে কাড়ি।
এ জীবন আজ বড় দুঃসহ
হে মহামানব তুমি কিছু কহো।
সাধের দেশের ফসলে রক্ত
ছেড়োনা হাল হও বজ্র কঠিন শক্ত।