তুমিই বলেছিলে শেষ হলে খেলা
অন্য এক খেলা শুরু হয়।
একটা শেষ মানে অন্যতে শুরু।
আরও বললে
এই যে দিন শেষ হয়
রাত্রি তখন শুরু;
চাঁদ ওঠে পাখীরা ঘুমায়
রাত্রি শেষে দিন
সূর্য ওঠে ফুল ফোটে
প্রতিটি শেষে আছে একটা শুরু
আমার বুকটা দুরু দুরু।
তুমিই বললে ভয় কি আমিতো আছিই
অন্তরে বাহিরে ঠিক রয়ে যাবো
অন্য কোন বেশে অন্য কোন নামে
তোমার যত কথা আমায় বলে যেও।
শেষে না হয় গান শুনিয়ে দিও
বাতাসের কানে কানে
পাতার মর্মরে ফুলের সুবাসে
জ্যোৎস্নার বৃষ্টিতে
মন খারাপের বারান্দায়
স্মৃতির রেলিঙ ছুঁয়ে ছুঁয়ে।