নিজের কান্না লুকিয়ে
বল ক'জন কাঁদতে পারে?
নিজের হাসি ছড়িয়ে দিয়ে
ক'জন সুখ বিলাতে পারে?
আগুন সবাই হয় ক'জন বৃষ্টি হতে পারে
মাটির সাথে বৃক্ষ জন্মে
ক'জন বল ছায়ার মায়া বিছিয়ে দেয়।
যেই পারে সেই পারে
সে'জন অন্তরীক্ষে নয় থাকে সবার মাছে
বসত করে অক্ষর বাসরে।
নির্জন সৈকতে বা নীরব দুপুরে নয়
নিজের স্বপ্ন ছড়িয়ে দেয় আসর মাঝারে
সে'জন আমার মনের মানুষ
ভাবে অনুভবে জেগে জাগায়রে।