মানুষ কোথায় হারিয়ে গেল
মানুষ কেন এভাবে হারিয়ে যায়।
আমি এখন মানুষ খুঁজে খুঁজে বেড়ায়।
ভবের হাটে রাস্তা ঘাটে দেশে বিদেশে,
একটু একটু করে পাল্টে যায়
জল থেকে বরফে, বরফ থেকে বাষ্পে
এমনি করেই আলো থেকে আঁধার ঘিরে ধরে।
বুঝি বুঝি করে আমার বোঝা হলনা
বুঝতে বুঝতে বোঝা বোঝা বাড়ে কাঁধে
এই জীবনে আর বোঝা হালকা হলনা।
মানুষগুলো আরতো মানুষ নয়
তাঁদের কেমন পশু মনে হয়।
কেমন যেন পশুর মতন কেনা বেচা হয়।
ওরা শুধু খায় আর প্রসব করে যায়
কারণে অকারণে ঘুমের ভীতর রয়।
আর একে ওকে শুধু করে কানাকানি
আবার মাঝে মাঝে চুমুও খায়।
সুরে অসুরে লড়াই চলে আদি অনন্তে
বারে বারে টিনের ত্রিশুলে অসুরও মরে।
ওরা রক্তবীজ আবার ঠিক বেঁচে ওঠে।
ধরে বেঁধে আমরা দুর্গা ফিরিয়ে আনি
তারপর অসুর আগুনে পোড়ে,দুর্গাও জলে ভাসে
আবার যেই কে সেই!
এই খেলাটা জীবন ধরে দেখে দেখে ক্লান্ত।