তবু তাঁকে ছেড়ে থাকতে পারি নে
ছলে বলে হরবখত থাকি সাথে সাথে।
না চাইলেও বুকে দমাদম লাঠি পড়ে
তবু দেখি সে মিশে আছে সাদা ভাতে।
যত বলি তাঁরে যাও চলে অন্য কোথাও
ততই সে আরও কাছে পাশে পাশে।
ঘুমে নির্ঘুমে দুঃস্বপ্নের হাসি কান্নায়
চকিতে সে আসে এলোকেশে বৃষ্টিমাসে।
গেছি কোথাও দূর পাহাড়ে নীল সাগরে
নিজের অনুভবে মগ্ন পথের বাঁকে।
ছাড়েনা সে বিনা টিকিটে ভ্রমন করে
পাহাড়ের দীর্ঘশ্বাসে, বালুচরে পা রেখে।
সুখে অসুখে শোকে তাপে হিসাব কষে
আয়েশ করে দিব্যি মগজ কুড়ে খায়।
চোখ রাঙালে অনন্তে সে লুকিয়ে পড়ে
তবু দেখি, বিজন রাতে ঘুমায় চোখের পাতায়।