ফিরতে চাইলে আর ফেরা যাবেনা
যে পথ পিছনে ফেলে এসেছি।
সেদিন ছিল নানা চুপকথার রূপকথা
আজ এই নিয়নের আলোয়
সব যেন হয়ে গেছে বাসি কথা।
মন কেমনে মাঠ ময়দানে
হাজার মুখের মিছিলে মিছিলে
দুপুরের রোদে ঘাম ঝরে পড়ে রাজপথে
তুমিতো সেদিন সরব ছিলে গনগনে
আজ কেন বিশ্বাস সরে সরে যায়।
বিকেলের রোদ লাল আভায় তোমার মুখ
তবে কি কাস্তের মতো চাঁদ উঠে এলো
বুকের সবুজ ঘাসে কি ভীষণ জাগরণ
বিজন এই চরাচর আবার সৃজনে মুক্ত হবে
আমিও পথ চেয়ে আছি নিবিষ্ট চিত্তে।