বাংলা জুড়ে চলছে অদ্ভুত অন্ধকার
যা শুনি যা দেখি সবটাই কুয়াশার মতন
সত্যিকারের আমরা কি এগোচ্ছি
না পিছিয়ে যাচ্ছি ক্রমশ ...
ইচ্ছা ছিল ক্রমান্বয়ে এগিয়ে যাব আলোর পথে।
আলো নেই অন্ধকার এক দ্বীপ
সীমানা যার অজানা...
প্রশ্নগুলো প্রাচীর ছুঁয়ে বারবার ফিরে আসে
গলাকাটা মুরগির মতন ন্যায়বোধ গুলো ছটফট করে,
আমি তো সন্তানের পিতা
আমি তো সন্তানের মাতা...
কি করে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে থাকি...
মেয়ের মা বলেছে আমি গান্ধারী হতে চাই না
তুমি রক্ষক তুমিই বলবে তোমারি বলা উচিত...
না যদি উত্তর দিতে পারো
ক্ষমতায় থাকা তো ভাই আর মানায় না!
বোধহয় তোমার প্রয়োজন ফুরিয়েছে...
দোহায় ভুল বিচারের প্রহসন ঘটাবেন না...
প্রকৃত সত্য মাটি ফুঁড়ে একদিন প্রকাশ হবেই...